নতুন ভোটারদের Nid Card Download করার নিয়ম ২০২২ - NID Card Download PDF
আপনারা যারা নতুন ভোটার হয়েছেন তাদের সবার ভোটার আইডি কার্ড অনলাইনে চলে আসছে। আজকে আমরা এই পর্বে দেখাবে যারা নতুন ভোটার হয়েছেন মানে যাদের জন্মসাল ২০০৪,২০০৫ এবং ২০০৬ তারা কিভাবে অনলাইন থেকে Nid Card Download করবেন।
নতুন ভোটারদের Nid Card Download করার নিয়ম ২০২২
আমরা আজকে দুই পদ্ধিতে Nid Card Download করার নিয়ম দেখাব। প্রথমটি হলো ভোটার আবেদন ফরমের স্লিপ এর নাম্বার দিয়ে আর দ্বিতীয় টি হলো যাদের মোবাইলে Nid Number এসেছে মেসেজের মাধ্যমে। আশা করছি এই আর্টিকেল এর দেখানো নিয়মে নতুন ভোটারদের Nid Card Download করতে কোন অসুবিধা হবে না। তাহলে চলুন আগে দেখা নেওয়া যাক নতুন ভোটারদের Nid Card Download করতে কি কি প্রয়োজন হবে।
নতুন ভোটারদের Nid Card Download করতে যা যা লাগবেঃ
- প্রথমেই ভোটার আবেদনের স্লিপ অথবা Nid Numuber
- আপনার ফোনে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড থাকতে হবে তার নাম NID Wallet
তাহলে চলুন এক এক করে দেখা নেওয়া যাক,
নতুন ভোটারদের Nid Card Download করার নিয়ম ২০২২
ধাপ-১
প্রথমেই আপনাকে আপনার মোবাইলের যেকোন ব্রাইজারে যেতে হবে। আমি Chrome ব্যবহার করব।
ধাপ-২
সার্চ বাটনে লিখতে হবে Nid Service অথবা নিচের লিংকে ক্লিক করলে সরাসরি মেইন সাইটে চলে যাবেন। লিংক https://services.nidw.gov.bd/nid-pub/।
ধাপ-৩
তারপর আপনি নিচের ছবিটির মতো দেখতে পারবেন। এখানে গিয়ে রেজিস্টার করুন লেখায় কিক্ল করুন।
তারপর আপনার সামনে নিচের ছবিটির মতো আসবে। এখানে আপনি প্রথমেই জাতীয় পরিচয় নাম্বার দিবেন যদি মেসেজে আসে অথবা আপনার ফরম নাম্বার দিবেন প্রথম ঘরে। এখানে অনেকেই ভুল করেন সেটা হলো ফরম নাম্বার যা আছে সেটা লিখেই সাবমিট করে দেয়। কিন্তু এখানে ফরম নাম্বার লেখার একটি নিয়ম আছে। নিয়মের বাইরে করলে আপনি লগইন করতে পারবেন না। ফর্ম নাম্বার লেখার নিয়ম হলো প্রথমেই NIDFN তারপর স্লিপ নাম্বার। উদাহরণঃ NIDFN1448*****
ধাপ-৫
উপরের বলে দিয়েছি কিভাবে ফরম নাম্বার লিখবেন। নিচে ছবিতে ও দেখিয়ে দিব। তারপর আপনাকে জন্ম তারিখ দিতে হবে।এখানে প্রথমেই দিন তারপর মাস এবং শেষে জন্মসাল দিতে হবে।তারপর আপনাকে একটি ক্যাপচা দিবে সেটা লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন।
ধাপ-৬
তারপর আপনাকে আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা দিতে বলবে। আপনি আপনার সঠিক ঠিকানা দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করুন। ঠিক নিচের ছবিটির মতো।
ধাপ-৭
পরের পেইজে আপনার নাম্বার দেখাবে যেটি আপনি ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করেছিলেন। তারপর বার্তা পাঠান বাটনে ক্লিক করবেন। এখন মনে করেন আপনার নাম্বার হারিয়ে গেছে তাহলে কি করবেন? চিন্তার কোন কারণ নেই দ্বিতীয় অপশনে দেখেন মোবাইল পরিবর্তন বাটন আছে এখানে কিক্ল করে পরিবর্তন করতে পারবেন।
ধাপ-৮
তারপর আপনার ফোনে একটি ৬ সংখ্যার কোড আসবে সেটি লিখে বহাল বাটনে ক্লিক করবেন। নিচে ছবিতে দেখানো হয়েছে। আমি যে কোড লিখেছি সেটা আমরা নাম্বারে এসেছে। আপনার নাম্বারে এই কোড আসবে না যেটি আসবে সেটা লিখতে হবে।
ধাপ-৯
তারপর আপনাকে একটি নতুন পেইজে নিয়ে যাবে নিচের দেখানো ছবির মতো। আপনাকে আগেই বলেছিলাম একটি apps ডাউনলোড করতে, এখন এটি কাজে লাগবে। Apps টি ওপেন করলে ক্যামেরার মতো দেখাবে এবং আপনি যদি নিচের পেইজ থেকে NID Wallet এ যান তাহলে অটো আপনার ছবি ভেরিফিকেশনে নিয়ে যাবে। এখানে আপনার মুখ ক্যামেরার সামনে রাখতে হবে তখন নিচে কিছু কথা বলবে সেই অনুসারে মাথা ডানে বামে ঘুরাতে হবে। তারপর আপনাকে নতুন আরেকটি পেইজে নিয়ে যাবে।
ধাপ-১০
তারপর আপনার সামনে NID card এর জন্য আবেদন করার সময় তোলা ছবিটি আসবে। এখানে আপনি দুইটি বাটন দেখতে পারবেন। আপনি যদি চান আপনার এই একাউন্টে পরে ডুকবেন তাহলে সেট পাসওয়ার্ড বাওটনে ক্লিক করেন অথবা এডিয়ে চলুন বাটনে ক্লিক করতে পারেন। আমি পাসওয়ার্ড সেট করব তাই সেট পাসওয়ার্ড বাতনে ক্লিক করব।
ধাপ-১১
তারপর আপনাকে ইউজারনেম ( ছোট হাতের হতে হবে এবং কোন ফাঁকা রাখা যাবে না) এবং পাসওয়ার্ড দিতে হবে। তারপর আপডেট বাটনে ক্লিক করতে হবে।
ধাপ-১২
তারপর আপনার সামনে নিচের ছবির মতো আসবে। এখানে আপনি আপনার ছবি দেখতে পারবেন। তার পাশে কিংবা নিচে দেখতে পারবেন ডাউনলোড বাটন এখানে ক্লিক করবেন।
ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনার NID card এর PDF ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনি আপনার আইডি কার্ডটি দেখতে পারবেন।
আশা করছি নতুন ভোটার রা NID Card Download করতে পেরেছেন।
নতুন ভোটারদের NID Card Download করার নিয়ম ২০২২ এই পর্বে আপনাদের যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন।
NID card এর অনলাইন কপি বের করার নিয়ম
উপরের আমরা ধাপে ধাপে আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম দেখিয়েছি।
ভোটার আইডি কার্ড ডাউনলোড ২০২২
খুব সহজেই কিভাবে ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন সেটা ধাপে ধাপে তুলে ধরেছি।
Nid Number দিয়ে ভোটার কার্ড বের করার নিয়ম
উপরের সব নিয়ম ঠিক আছে শুধু ধাপ ৪ এ ফর্ম নাম্বার এর পরিবর্তে NID Number দিতে হবে। তারপর সব নিয়ম এক রকম।
ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড
আমাদের এই আর্টিকেলটিতে বিস্তারিত আলোচনা করা আছে কিভাবে আইডি কার্ড ডাউনলোড করবেন।
NID Card Download 2022
আপনি যদি উপরের আর্টিকেল পড়েন তাহলে NID Card Download করতে কোন সমস্যা হবে না।
NID Card Online Copy Download
If You read this post you will do to download nid card online copy.
আরো পড়ুনঃ