Vivo Y01 দাম কত? Vivo Y01 Price In Bangladesh
Vivo বর্তমানে আমাদের দেশে একটি জনপ্রিয় ব্যান্ডে পরিণত হয়েছে। দামে কম এবং মানে ভালো হওয়ায় আমাদের দেশে এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজকে আমরা আলোচনা করব Vivo Y01 ফোনটি নিয়ে। আজকের এই আর্টিকেলে আপনি জানতে পারবেন Vivo Y01 ফোনের দাম কত? Vivo Y01 ফোনটির র্যাম রম কত? Vivo Y01 ফোনের ক্যামেরা কেমন? আর সাথে থাকছে Vivo Y01 ফোনের সম্পূর্ণ বিবরণ।
Vivo Y01 দাম কত? Vivo Y01 Price In Bangladesh
Vivo Y01 ফোনটি বাংলাদেশের বাজারে আসে ২০২২ সালের মার্চের ২৪ তারিখে। এই ফোনটি আপনি দুইটি রঙের পাবেন। এগুলো হলোঃ নীলকান্তমণি নীল ও মার্জিত কালো।ফোনটি ৪জি হওয়ায় আপনি নেট কানেকশন খুব ভালো পাবেন।
Vivo Y01 ফোনের দাম ১০৯৯০ টাকা।
Vivo Y01 ফোনের সম্পূর্ণ বিবরণ তুলে ধরা হলোঃ
Vivo Y01 এর বডি
Vivo Y01 ফোনের সামনের অংশ গ্লাসের এবং পিছনের দিকের অংশ প্লাস্টিকের।এই ফোনটি পানি প্রতিরোধ করে না মানে Water Resistance নয়। ফোনটির ওজন ১৭৮ গ্রাম।
Vivo Y01 এর Display
Vivo Y01 ফোনের আকার ৬.৫১ ইঞ্চি। ফোনটির Display এর রেজোলিউশন হলোঃ HD+ 720 x 1600 পিক্সেল (270 ppi)। ফোনটি আইপিএস এলসিডি টাচস্ক্রিন প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে। এর বৈশিষ্ট্য হলো মাল্টিটাচ।
Vivo Y01 ফোনের ক্যামেরা
প্রথমেই আলোচনা করা যাক পিছনের ক্যামেরা নিয়ে। এই ক্যামেরার রেজোলিউশন ৮ মেগাপিক্সেল। এর বৈশিষ্ট্য হলো অটোফোকাস, LED ফ্ল্যাশ, f/2.0 এবং আরও অনেক কিছু। এই ক্যামেরার ভিডিও রেকর্ডিং এর রেলিউশন সম্পূর্ণ HD (1080p)। আর সামনের ক্যামেরার রেজোলিউশন ৫ মেগাপিক্সেল।
Vivo Y01 ফোনের ব্যাটারি
Vivo Y01 ফোনের ব্যাটারির ক্ষমতা ৫০০০ mAh। ব্যাটারির ধরণ হলো লিথিয়াম-পলিমার।
Vivo Y01 ফোনের Performance
Vivo Y01 ফোনের অপারেটিং সিস্টেম হলো Android 11 Go সংস্করণ (Funtouch 11.1)। এই ফোনের চিপসেট হলো Mediatek Helio P35 (12 nm)। ফোনের র্যাম ২ জিবি। ফোনটির প্রসেসর হলো অক্টা কোর, 2.35 GHz পর্যন্ত। ফোনটির জিপিইউ হলো পাওয়ারভিআর GE8320।
Vivo Y01 ফোনের Storage
Vivo Y01 ফোনের রম ৩২ জিবি।